Wednesday, March 5, 2014

RISHI026@GMAIL.COM

দিনবদল
............. ঋষি

চলন্ত এই ঘুর্নিমালায়
ঘুরতে যাবি চল।
সবাই বলি ঘূর্ণি জ্বালায়
হৃদয় যে দুর্বল।

সপ্তরথে সওয়ার হয়ে সূর্যি মামার দেশে
আলোর সাথে আঁখ মিচুলি
বাঁচা অন্ধরেশে।

কিসের মাসি, কিসের পিসি, সবটাই ধাঁধা
জীবন পথের ঘুর্নিমালায়
অন্ধ জীবন বাঁধা।

পথের আমি পথের তুমি ,পথের নাই শেষ
ঘূর্ণিমালার ঘোরা পথে
বাঁচাটা অভ্যাস।

দুহাত দিয়ে আগলে নিয়ে আমাদের কৌশল
নিজের স্বার্থ গুছিয়ে নিয়ে
নিজে বাঁচার ছল।

অনেক হলো সাতভরি হার ,সাজানো সব সঙ
মুখের কালি মুছবি বেচাল
চোখের কোলের রং।

চলন্ত এই ঘুর্নিমালায়
বাঁচবি সবাই চল।
বাঁচতে হবে উঁচু মাথায়
ঘুরিয়ে দিনবদল।  

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...