নীল ডানা
,,,,,,,,,,,ঋষি
..........................................................
নীল রঙ আমার প্রিয়
কারন গভীর ও চোখে আমার মৃত্যু লেখা আছে।
লেখা আছে নীল আয়নার জীবন
খোলা আকাশ।
আবলতাবোল ভাবনা তোর বারান্দা থেকে দেখা
নীল পাখি,আর দূরে সমুদ্র।
,
তোকে নিয়ে অনেক কবিতা লিখেছি
লিখেছি তোর পবিত্রতার ভিতর জ্বলন্ত আগুনের কথা।
তোর শরীর ছুঁয়ে শপথ করেছি নীল সে রাতে
অজস্র কবিতার ঋন শুধু তোর কাছে।
নীল দেওয়ালের ঘড়ি, আঁকাবাঁকা পথ,নীল নদী
নালন্দার শেষ ভোরে, সেই ট্রেন।
কান পেতে শোনা লং প্লেয়ারের রবিবাবুর গান
তুমি রবে নীরবে,,,,,,,,,, মম।
,,,,,,,,,,,,,,,,বেঁচে আছি
আজও তুই নীল স্বপ্নের চোখ।
,
তারপর
আরও নীল,আরও কাছে,হাত ছোঁয়া মেঘ।
এবার বৃষ্টি নামবে, তবু নীল আকাশ
আসলে স্বপ্নরা আকাশের গভীরে এমনি হয়।
আবতাবোল ভাবনা, আকাশের গায়ে নীল তুলি
মিশে যাচ্ছে,ঠিক তুই আমার সাথে,নীল ডানা।
Thursday, May 24, 2018
নীল ডানা
Subscribe to:
Post Comments (Atom)
এলিয়েনেশন
বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আকডুম বাগডুম মেশানো ট্রিম করা কবিতায় গতজন্ম শুয়ে, রোদ্দুর রায় কতটা রোদ্দুর মাখলো, কতটা মাগী ঘাটলো তাতে শুনতে সমস্যা জানি, আরো সমস্যা...
No comments:
Post a Comment