দূরে,আরও দূরে
.....ঋষি
.....................................................
শতসহস্র বছর ভুলে আছি
খুব ভালো আছি, আরও ভালো,
আরো একা আছি।
মন বলে পৃথিবী থেকে দূরে আছি
যত দূরে
আরও বেশি দূরে আছি।
,
সময়
প্রত্যন্ত গ্রামে সবুজ প্রান্তরে থাকা শিশির ফোঁটা।
নিঃশব্দে ঝরতে থাকা এলো হাওয়া
আবিষ্কারগুলো নিজের কাছে একা হওয়া।
ঠিক যেন
সময়ের বিষ
শেষ বুকে হেঁটে চলা, পুড়ে চলা কথা অহর্নিশ।
আলো
ফুরিয়ে যাওয়া প্রান্তরে মিথ্যা কিছু পাওয়া।
,
আজ বহুদিন দূরে আছি
খুব ভালো আছি, আরও ভালো
তোমাকে ভুলে আছি।
মন বলে
আরও আমি দূরে আছি
দূরে জানি আমি বহুদূরে আছি।
Thursday, September 13, 2018
দূরে,আরও দূরে
Subscribe to:
Post Comments (Atom)
এলিয়েনেশন
বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আকডুম বাগডুম মেশানো ট্রিম করা কবিতায় গতজন্ম শুয়ে, রোদ্দুর রায় কতটা রোদ্দুর মাখলো, কতটা মাগী ঘাটলো তাতে শুনতে সমস্যা জানি, আরো সমস্যা...
No comments:
Post a Comment