এলোমেলো
,,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আমার চারপাশে অসংখ্য মৃতদেহ
শুধু অবাক হয়ে দেখা আমি নেই কোথাও।
যারা আছে, তারা ছুঁয়ে ছুঁয়ে এই সময়ের দরজায়
দরজা খোলা অভিনয়, শুধু আছি তাই।
স্থাবর অস্থাবর বারুদের পথ
মাঝখানে দেয়ালে জন্ম, মৃত্যু সমবায়।
,
আসা, যাওয়া
প্রিয়জন,প্রিয়মুখ,প্রিয়হাসি,নষ্ট ভালোবাসাবাসি।
আমি ব্রাত্য
ব্রাত্য সময়ের অভিনয়,নাটক শেষে ফুলস্টপ।
বেয়ারা সময়ের ধুলো ওড়া যাবতীয় লম্পটপানা
সর্বনাশা নেশা বাঁচার লোভ।
মাঝে মাঝে প্রশ্ন আসে মনে আমি কি বেঁচে
নাকি মৃত্যুর পোরোওয়ানা শুধু নিশ্চিত প্রায়।
,
আমার চারপাশে মৃতদেহ
প্রিয় শোক আমাকে ছুঁয়ে ধিকি ধিকি আগুনের শিখায়।
প্রিয় মুখ ছলছল অধিকারের দরজায়
বড় একা,আরও একা তাই।
এইবার বোধহয় সময় আমার যাওয়ার
এলোমেলো এই কবিতায়।
Wednesday, September 26, 2018
এলোমেলো
Subscribe to:
Post Comments (Atom)
এলিয়েনেশন
বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আকডুম বাগডুম মেশানো ট্রিম করা কবিতায় গতজন্ম শুয়ে, রোদ্দুর রায় কতটা রোদ্দুর মাখলো, কতটা মাগী ঘাটলো তাতে শুনতে সমস্যা জানি, আরো সমস্যা...
No comments:
Post a Comment