আমি ইদানীং অবাক হয়ে নিজেকে দেখছি
আপনাকে দেখছি, আপনাদের দেখছি
তিলোত্তমার বিচারে নামে প্রহসন চুপ থেকেছি সহনাগরিকের পেটে লাথ পড়ছে চুপ থেকেছি
ধর্মের নামে খুন,ধর্ষন,দিনেদুপুরে ডাকাতি চুপ থেকেছি আমাদের কারো টুঁ-শব্দ করার ক্ষমতা নেই
স্বীকার করতে দোষ নেই আমরা ভীতু, কাপুরুষ
এবং এক উলঙ্গ সভ্যতার নাগরিক।
.
আমি হিন্দু,আপনি মুসলিম,আপনি খ্রিষ্টান কিংবা শিখ
আপনি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন
আপনি সকাল, সন্ধ্যে তুলসীতলায় জল দেন
আপনি কাশ্মীরে থাকেন,পাটনায় কিংবা হরিশপুর
আপনার নাম রাম, ফতেমা কিংবা জোসেফ যাই হোক,
আসলে আপনি জানেন
আপনি চুপ না থাকলে এই সময় বাঁচতে পারবেন না
আপনার ঘরে মা,বোন, স্ত্রী,সন্তান সকলে আছে
তাই সহ্য করুন, চুপ থাকুন
কষ্ট হলেও চুপ থাকা প্রাক্টিস করুন।
.
আসলে আমি, আপনি সকলে চুপ থাকছি কারণ
লস্করকে আরডিএক্সে ওড়াবার ক্ষমতা আমাদের নেই
কোনও জঙ্গি সংগঠনকেই নির্মূল করার ক্ষমতাও নেই
কোনো ধর্ষকের যৌনাঙ্গ কেটে নেওয়া ক্ষমতাও নেই
ধর্মের মৌলবাদের ফাঁকে খুলি পিষে চ্যাপ্টা হবার পরও
আমরা শুধুই মাথা নীচু করে সেলাম করতে পারি
নিজেদের মধ্যে সেলাই করে রাখতে পারি
এই মিথ্যে গনতন্ত্র,মিথ্যে স্বাধীনতা
ভালো আছি আমরা সকলেই ভাবতেই পারি।
.
আমরা চুপ থাকতে পারি
অপেক্ষায় থাকতে পারি,
ওটা কাশ্মীর না হয়ে ভিক্টোরিয়ার মাঠ হতে পারতো
মৃত টুরিস্টের লিস্টে আপনার নামও হতে পারতো
যাক হোক, এই বার খুব বাঁচা বেঁচেছেন
আপনার পরিবার এবং আপনি সুরক্ষিত
তাই আবার পরেরবারের জন্য অপেক্ষায় থাকুন
চুপ থাকুন।
.
চুপ থাকুন
... ঋষি