Thursday, January 5, 2017

জাগরণ

জাগরণ
.......... ঋষি
==============================================

নিরঙ্কুশ অধিকার বলে কিছু নেই
সবটাই সময় সাপেক্ষ নির্ভরশীল কোনো কোনো অনাদায়ে অভিনয়।
খাচ্ছো দাচ্ছো বগল বাজাচ্ছো
অভিপ্রায় কাটিয়ে দেওয়া জীর্ণশীর্ণ কুন্ঠিত জীবন।
উচ্চাভিলাসের আশায় বিগলিত
কোনো ভিখিরির মতো।

হৃদয়ের কি দোষ?
ওর তো মস্তিষ্কের সাথে হৃদ্যতা,যোগাযোগ সোপানে অলংকৃত পরিচয়
যুগের তাল রেখে সকলেই পরিচিত হতে চায়
নিঃষ্কন্টক এই অভিন্নতা একটা অভিশাপ।
পরিচিত জীবনে অপরিচিত মানুষ নিজেদের কাছে
সম্পর্কের গভীরে লুকোনো অভিনীত তত্ত্ব।
মানুষের অভিনয়
মানুষ খুব ভালো হাসতে পারে ,বাঁচতে চায়।
কিন্তু প্রশ্ন মানুষের কাছে
বেঁচে তো ?

নিরঙ্কুশ অধিকার বলে কিছু নেই
মস্তিষ্ক দিয়েই হয় ভালবাসা ,হৃদয়ের আর কি দরকার!
শুদ্ধ, বিশুদ্ধ, পবিত্র-প্রেম আগুন লাগুক অন্ধকারে
আলো তো আসে।
খুব দারুন খবর আজকাল খবরের পাতায়
মানুষ আজও বেঁচে।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...