Wednesday, June 21, 2017

নীরব চাতক

নীরব চাতক
.......... ঋষি
=============================================

তোর শরীরে লুকিয়ে নামা ঘামগুলো
আমার কবিতার পাতায় অনেকগুলো আদর আমার ঠোঁটে।
আমার কলমের নিবে লেগে যায় তোর শরীরের গন্ধ
উষ্ণ আবেদন ,আরো কাছে তুই।
সারা পৃথিবীর ধূলিঝড় সরে গিয়ে কোনো পবিত্র ঈশ্বর
আর আমি প্রার্থনারত নীরব চাতক।

এক বিন্দু জল
তোর নোনতা ঠোঁট বেয়ে তোর গরম নিঃশ্বাসে।
আমাকে প্রশ্ন করে
জীবন মানে কি একটা অজুহাত বেঁচে থাকা ,নাকি কোনো দীর্ঘশ্বাস।
আমি আহত সৈনিকের মতো
তোর দুর্গের সামনে।
তুই ঠোঁট রাখিস আমার বুকে ,আমার চোখেমুখে
ঈশ্বরের যেন ছুঁয়ে যায়।
দুর্গের পতাকায় তখন শান্তির ছোপ ,সাদা রঙের পায়রা
তোর পুরো উপত্যকায়।
মিলিমিশি কোনো পাহাড়িয়া সুর
অদ্ভুত আবেগ।

তোর শরীরে লুকিয়ে নামা ঘামগুলো
তোর বুকের স্তবকে জমে থাকা অজস্র খনন আমার ইতিহাসে।
ইতিহাস বদলায় সময়ের সফরে
সাম্রাজ্যের পর সাম্রাজ্য হারা জেতা লেখা থাকে জীবনের।
তোকে মনে করলেই কেন জানি
আমার মিশে যেতে ইচ্ছে হয় ,তোর গভীরে তখন আমার অসুখ। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...