Thursday, October 19, 2017

পেঁচার চোখ

পেঁচার চোখ
.... ঋষি
============================================
সর্বনাশ যা হওয়ার হলো
কোনো কারণ নেই নিশুতি রাতে পেঁচা ডাকার।
সময় শুধু সময়ের অন্তরে রেখে যায় কালো পচা দাগ
ভালোগুলো তো ঈশ্বরের মাধুকণ্টক
আমার এই কবিতা ঈশ্বরকে স্পর্শ করে নয়
নিতান্ত মানুষের অধিকারের

ঈশ্বরের স্বর্গে রাজ্যে প্রেয়সী কোনো ঠোঁট
সময়ের নিলামে দাগ রেখে যাওয়া কল্পিত নদী।
কখন যেন পঙ্কিল সাম্রাজ্যে সূর্য উদয় হয়
তোমাকে দেখি আমি নিশুতি পেঁচার চোখে আরো গভীরে।
এখানে ওখানে পোড়া ক্ষত ,শরীর জুড়ে লুটের কালো নীল ফোস্কা
মোনগুলো বোধ হয় জুড়ে গিয়ে তোমার মতো কবিতা লিখতে চায়।
অসম্ভব নিরুপায়
কোন বোবা রাত্রি।
কোনো এক স্বপ্ন নিবাসে লুট হওয়া মাংস পিন্ড
কখন যেন মৃতদেহ।
শুধু যখন স্বপ্ন বিলাসে তোমার উত্তাপের খোঁজে
আরো আশ্রয়ে তোমাকে জড়িয়ে ধরা।
মনে হয় ইট আমি
বেঁচে। .......

সর্বনাশ যা হওয়ার হলো
আবার একটা অস্থির সকাল বিষের ধোঁয়া পাক খায়
যন্ত্রণারা শিরদাঁড়া বেয়ে বড় কষ্টদায়ক
সন্ধ্যের অপেক্ষায় ,তার পর নিশুতি রাতে যদি পেঁচার চোখ।
শরীর জুড়ে মনের অন্তরালে বাড়তে থাকা তুমি
তখন খুব কাছে গভীর অন্তরায়।  

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...