Sunday, September 3, 2023

সম্ভব না

কোনো কোনো নারী ঘামের মতো গড়িয়ে নামে বলে 
তাদের ফ্রোজেন নিঃশ্বাসে বন্ধ করে রেখে দি 
কেউ কেউ আবার চোখের জলে দীর্ঘশ্বাসে থাকে 
তাদের স্বপ্নের ঘরে বন্ধ রাখি ,
পয়েন্ট টু বি নোটেড এরা কেউ বন্দী নয়, বন্ধ
কেউ কেউ আবার অন্ধকারের থেকে গভীর বলে, তাদের রক্তে
ঢেলে দিই অরোরা বোরিয়ালিস। 

" আমার " এই বোধ থেকে উঠে আসা ডুবুরি নারী 
সময়ের  কান ঘেষে উর্বর নীল সমুদ্র 
আরেকটা জন্ম চাই তোমার সাথে থাকার জন্য  
যদি সেখানে পাওয়া যায়  জলজ উপত্যকায় সবুজ শেওলা।
বিশ্বাস-অবিশ্বাসের গভীর সংঘর্ষে 
কাঠের গুঁড়ো,কার্বন নিশ্বাস 
ফুসফুসে জমতে থাকা পুরোনো কিছু স্মৃতি ,
প্রিয় নারী  কবিতা লেখে আমার কলমে 
রূপকথা হয়ে ওঠে শ্রুতিমধুর তানপুরার সুর, ভাবি একদিন
সুখী কবির মতো বেঁচে নেবো 
স্বপ্নিল একান্ত বাঁচা ,
নাক সিঁটকে সরিয়ে রাখবো  শব্দের মৃত হরিণদের
আমাদের মৃত লাশ, জঙ্গলে পতঙ্গের সাথে পৌষ্টিক সহবাস
কিন্তু সম্ভব না 
দুঃখ ,তুমি আর মৃত শহর ছাড়া 
কোনো কবিতায় সময় লেখা। 
.
সম্ভব না 
.. ঋষি

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...