Saturday, January 6, 2024

পারছি না

ফিসফিস করে শিশির পড়ে সকালের ঘুমে 
ঘুম ছাড়িয়ে আমি তোমার কাছে ফিরতে পারছি না কিছুতেই ,
স্বপ্নের গা বেঁয়ে গড়িয়ে নাম স্নেহ জল 
যেমন জানলার কাঁচে শিশির 
আর না জীবন ,আর না কিছুতেই কোলাহল 
আর তো 
        ......পারছি না। 
.
আরো দীর্ঘায়িত অবিশ্বাস 
প্রতিদিন ফিরতে চাওয়া যান্ত্রিক বাঁচতে চাওয়া ছেড়ে 
দীর্ঘনিঃশ্বাসে মনকষাকষি ,নিস্তব্ধে তোমার  পায়ের শব্দ 
ভালো থাকার চেষ্টা করি ,মানতে পারি ,
তোমার এই নিঃশব্দে আনাগোনা আর না
কি করবো  তোমাকে ছাড়া কিছুতেই ভালো থাকা 
                 ...... পারছি না। 
.
সমস্ত উত্তাপ বুকের পাঁজরে পুড়িয়ে তোমার ক্লোরোফর্ম 
তোমার সবুজ গাছ ,সতেজ নিশ্বাস 
খানিকটা  তোমার বাড়ির দেওয়ালে আঁকিবুকি পক্ষ্মীরাজ 
সারা ঘরময় পায়চারি করে শেষ রাতে ,
ফিসফিস করে শিশির পড়ে সকালের ঘুমে 
রাত জাগা আমি ঘুমোতে চেয়েও 
                             ...... পারছি না। 
.
পারছি না 
... ঋষি

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...