Friday, June 28, 2024

অসমাপ্ত উপন্যাস

একটাই বাক্যে লেখা একটা অসমাপ্ত উপন্যাস
এও কি হতে পারে ?
একটা পুরো আমিকে আজ বহুদিন একটা আয়নায় দেখতে পাইনা
অজস্র টুকরো হয়ে ছড়িয়ে গেছি যেন ,
কার কাছে রেখে এসেছি সময়ের আগামী ?কার কাছ বর্তমান ?
কেউ এ বুকের তিলটা ছুঁয়ে বলেছিল
‘নিয়ে নিলাম’।
.
অসম্ভব প্রতিজ্ঞার ভিতর বারংবার দুলে ওঠে পৃথিবী
আর হাঁটার পথ ?
তবু বারংবার পথ হারিয়ে চলেছি সহস্র বাঁকে 
আকাশের রামধনু হঠাৎ ছুটে এসে বৃষ্টিতে ভিজিয়ে যায় 
একটাই সেই ছোট্ট বাক্য পুরো গুছিয়ে বলতে গিয়ে
নিজেই অগোছালো চুরমার করে চলি হাজারোবার। 
.
সময়ের এ্যাকোয়ারিয়ম ঢাকনা সরালেই দ্বিধার গোল্ডফিশ
এ্যাকোয়ারিয়ম থেকে ডানা ঝাপটে উড়ে যায় দূরে,
অদ্ভুত হলো পাখিদের সাথে সাঁতার বিষয়ক কথা হয় মাঝে মাঝে 
ওরা বলে বেঁচে থাকার জন্য আকাশ 
অথচ অদ্ভুত মিল পাখিদের সাথে মাছেদের এই ভাসতে থাকায় । 
মাঝে মাঝে মনে হয় জীবনটা পাগলা গারদের মানচিত্র
ভালোবাসি শব্দটা এত বিশাল অথচ সীমিত আকাশ 
তাই মাছ আর পাখিদের কাছ থেকে শিখে নিতে চাই সঞ্চালন
       জলের গভীরে আছি 
                    অথচ আকাশের মাঝে বাঁচি । 
.
অসমাপ্ত উপন্যাস 
... ঋষি

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...