Tuesday, August 13, 2024

পত্তো কা হ্যা জিসম জানম


" পত্তো কা হ্যা জিসম জানম, ভীগ জানে দো
পাতা ঝরা বৃষ্টি বলো কেন এনেছো? "
কবির কবিতায় ভালোবাসা যেন পাহাড়ি বৃষ্টি 
এ যেন স্যাতস্যাতে চারফর্মায় প্রিয় কবিতার বই
                         ভালোবাসা
……................................  ছোঁয়াচে বড়
শুধু সময়ের প্রান্তর ছুঁয়ে কলেজস্ট্রিতে কবিতার গন্ধ।
তাই  কখনও কোন কবিতার সিলেবাস হয় না
মহাপ্রস্থানের এর গলিতে দু-চার বুক সিগারেটের ধোঁয়া
              হঠাৎ আকাশ জুড়ে মেঘ,তুমুল বৃষ্টি
শব্দরা ছোঁয়াচে
             শুধুই মুক্তিতে। 
.
পাণ্ডুলিপি সিরিজ
ছাপাখানার অন্ধকার ঘরে কবির শব্দরা সব ম্যাজিক
             ভালোবাসা,ইমপারফেক্ট চাঁদ,
সময় জুড়ে নামা চ্যাটচ্যাটে প্রেম 
বীপ্লব , যার কোন সিকিউরিটি পিওড নেই,
ভালোবাসা মৃত্যুহীন কবিতা
শুধুই পাতায় পাতায় রাত কাহিনীর মত পাঠকহীন 
কারণ ছাড়া যন্ত্রনা। 
.
ভালোবাসার শেষ চরণে কিছু নৈর্বেদ্য, ফুল আর স্বপ্ন 
প্রেমিকার বায়োপিকে চৌষট্টিকলা 
আর কালপুরুষের ছড়ানো আকাশ
                " দিকদর্শন ",
বসন্ত বাহার ও রাগ এর মূর্চ্ছনায় থমকে যায় সেমিকোলন
        প্রতিটা বৃষ্টির পরে
..... কলমের একটু আগে।
.
পত্তো কা হ্যা জিসম জানম
.. ঋষি 
.



No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...