Monday, September 2, 2024

মৃত্যু is downloding

ক্রমাগত আমদের অপেক্ষা নিজস্ব লাশের
লাশ আসলে মানুষের মৃতদেহ 
মৃতদেহের সহ্য ,অসহ্য বলে কিছু নেই, 
সে আপনি রেপ করুন, মারুন, কাটুন, পোড়ান
শুধু বরফ বিছানায় শুয়ে  লাশের একটাই অপেক্ষা
চিতা। 
.
আমাদের চিতা সাজাচ্ছে কেউ
আমাদের সন্মানকে বারংবার শবঘরে কাঁটাছেঁড়া 
তারপর আবার মর্গ,বরফ ঘর পাঠাচ্ছে।
লাশ তো আসলে মানুষের মৃতদেহ 
লাশ হলো রাষ্টের কাছে নিজেকে প্রতিষ্ঠা
প্রতিষ্ঠা পাচ্ছে রাষ্ট্র নিজের ঘরের নির্বাচনে। 
.
এতগুলো দিন শুধু অপেক্ষা
অপেক্ষা শুধু জাস্টিস, অপেক্ষা শুধু একটাই চিতার
অথচ একটাই মৃত্যুর কারণ  খুঁজছি আমরা। 
আমাদের অপেক্ষাগুলো বড় অদ্ভুত চিরকাল
পুজোর আগের অপেক্ষা একটাই আনন্দ
পুজোর পরের অপেক্ষা প্রসাদের
কিন্তু তার মাঝে ফাঁকফোঁকড়
অনেকগুলো বিজ্ঞাপন, হাজারো লোভ, চাতুরী।
আসলে সময় লাশ নিয়ে চিরকাল খেলাই করে
আর এ তো মধ্যবিত্তের ভিতু লাশ,
আসলে রাষ্ট্র চিরকাল লিপিবদ্ধ করে লাশেদের ধর্ম
কিন্তু লাশেরা ধর্ম জানে না
জানে অপেক্ষা........।। 
.
মৃত্যু is downloding
.. ঋষি 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...