Tuesday, April 8, 2025

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না
চুপ থাকি,
আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র,
কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল।
এক আলোকবর্ষ আনন্দ যন্ত্রণা অবকাস
হতাশা মুগ্ধতা প্রাপ্তি ক্ষোভ ভালোবাসা মন্দবাসা 
অজস্র পিক্সেলে যেন আমিই আমার  মুখোমুখি। 
.
ইদানীং কিছুতেই ঘুম আসে না
আর্টিফিসিয়াল পৃথিবীতে দাঁড়িয়ে স্বপ্ন দেখা
ইন্টালিজিয়েন্সের অর্থ খুঁজতে গুগলের ধাঁধায়
আর ভালো লাগে না,
সভ্যতার প্রগতীর পিছনে আমি সেই প্রাগৈতিহাসিক 
সবুজ পৃথিবীটা খুঁজি, ভীষণ কান্না পায় বুঝে
সভ্যতার মানে আরও আরও একা থাকা।
.
কোথায় দাঁড়িয়ে আছি, কোন পথে হেঁটে চলেছি
বিকারহীন এক কৃত্রিমতা
সভ্যতার এই লুকোচুরি যেন একাকিত্বর লাল কিতাব,  
সকলে যেন ধুরন্ধর  জাল ফেলে স্বার্থ খুঁজতে ব্যাস্ত
সকলের বিপ্লব শুধু মৈথুন, মৈথুনে শরীর।
চিৎকার চিৎকার শুধু চিৎকার 
জামা কাপড় খোলা সভ্যতা থেকে বেড়িয়ে আসছে
ন্যাংটা সম্পর্করা সব, 
আমার কবিতার শব্দরা মিছিল করে শহরের রাস্তায়
প্রতিবাদ করছে,দেওয়াল লিখছে
প্রশ্ন করছে
কোথায় দাঁড়িয়ে আমি,কোন দুনিয়ায় ? 
যেখানে স্বার্থ আর অর্থের পতাকাবাহী সভ্যতার নষ্টামি
যেখান ভন্ড নগরায়নে ডোবানো সমাজ
যেখানে মানুষের জিভ খসানো সার্চ বাটন
আরও সহজ ডিলিট
আমি যেন এসব থেকে ক্রমশ হেঁটে চলেছি উল্টো 
সভ্যতার বিপরীতে একলা,  মায়ের যোনির খোঁজে।
.
অন্য খোঁজ 
.. ঋষি 

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...