Sunday, April 20, 2025

ভুল-ভুলাইয়া

আধভাঙা উপলব্ধি আর ডিজিটাল সময়ের মধ্যে
ইদানীং আমি, তুমি, আমরা সকলেই,
আমাদের সকলের হিসেবগুলো কমবেশি একই
কবিতা লিখতে শব্দ চায়, সকাল হলে খিদে পায়
চা হলে চানাচুর চায়, একলা থাকলে প্রেম পায়
বেকার হলে চাকরী চায়,জীবন জুড়ে তেষ্টা পায়
এ হলো শুধু চাওয়ার,শুধু পাওয়ার ভুল-ভুলাইয়া। 
.
সত্যি হলো এখন জীবনটা  ইকিড়মিকিড় খেলা
আমরা  মিটসেফের বদ্ধ আলোয় সুস্থ থাকতে চাই
অথচ মুর্শিদাবাদ থেকে প্যালেস্টাইন আগুনে পোড়ে
পোড়া সময়ের ঘরে ঘরছাড়া হয় তারা,
যখন বন্দুক আর বারুদে বন্ধু সাজে এই সময়
তখন আমরা শুধু  নিজেদের  জন্য আফসোস করি
কোনো দু:খ নয়, প্রতিবাদ নয়
শুধু নিজেকে ভাবি । 
.
ইদানীং চোখ বুজলে যতটা অভিশাপ মনে হয় নিজেকে
তার থেকে বেশি অভিশাপ্ত মনে হয় এই নকল সময়
যখন চোখ খুলে দেখি ধবধবে সাদা প্রজাপতি
বুঝি সময় যেভাবে এগোচ্ছে আলো জন্মানে না আর
এবার চিতায় কিংবা কাফনে আমাদের পরিনতি। 
ডিজিটাল ভালো, ডিপ্লোমেটিক ভালো 
ক্রাশ খাওয়া ভালো, ক্রাইসিস ভালো
আমরা বোধহয় ইদানীং কম বেশি স্বার্থপর হয়ে পড়ছি
আগামীর অন্ধকার সময়কে উলুধ্বনি দিচ্ছি আচমনে, 
অসম্ভব মৃত্যুবায়ু, মহামারী ছাই
জানি আসছি  বলে আর আমাদের ফেরা হবে না আর
শুধু নিঃসঙ্গ সময়ের বুকে আমাদের আগামী 
মানুষশূন্য আর রোবটে। 
.
ভুল-ভুলাইয়া 
... ঋষি 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...