Thursday, May 22, 2025

অধৈর্য

মৃত্যুর পরেও আমরা অনেকদিন বেঁচে থাকবো
এ যেন শুনতে কেমন আশ্চর্য  মনে হয়
তবুও নব্বই দশকের পুরাতন গানের মত বাঁচবো
তবুও পুরনো গ্রামাফোনের রেকর্ডের  মত বাজবো
ঠিক বাঁচবোই মিউজিয়ামের ওই ঘড়িটার কাঁটায়
আমি জানি সম্ভব 
কারন আদর্শ প্রেম বলে কিছু হয় না
যেটা হয় সেটা হলো আগামীর ইচ্ছা।
আমি হিসেব কষে দেখেছি
এই একাধিক সঙ্গিনী অথবা একাধিক সঙ্গীতের সময় মানুষগুলো সব পুরনো  রিফিলে কালিতে লেখা মিথ্যা
সে যেন আফসোস, নিজেকে লুকোনো। 
তাইতো আমার মাথার ঝাঁকড়া চুলে আজও তুমি লেগে
সেখানে চিরুনি নয় থাকে রাস্তার ধুলো
সেকারনে মধ্য রাতে আমায় গজল শুনতে হয়
কিংবা আওড়াতে হয় তোমার প্রেমে মদ্যপ শক্তিকে। 
.
চারিপাশে ছড়ানো সস্তার আবেগ, খেলো প্রেম 
যেন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে সার দিয়ে 
চায়ের দোকান
ইদানীং  প্রেম বড় পিছোল খায় একাকী
ভিক্টোরিয়া থেকে থই থই জল,পা থেকে পাপ,
এ সব আসলে কিছুই নয়
এক্সপায়ারী জীবনদায়ী ওষুধের মতো আমরা প্রেমে
কিন্তু অবিকল আজকের মতো দেখতে
যেন কোন অধৈর্য ঈশ্বরের পথ হারানোর গল্প। 
.
ইদানীং প্রেম আর বিশ্বাসঘাতকতার সামনে নগরায়ন
সকলের  কড়া পরা বুকে অসহায় নগ্নতা
তবুও  প্রেমে থেকে হেরে যাওয়াটা লজ্জার
তাই ভুমিকা বদল, তাই মানুষও, 
আজকেরটা আমরা সকলেই জানি
কিন্তু কালকেরটা আমি জানি আর জানো তুমি
মৃত্যুর পরেও আমরা অনেকদিন বেঁচে থাকবো
যেমন বাঁচে সৃষ্টিরা কিংবা ইতিহাস। 
.
অধৈর্য
.. ঋষি 
.

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...