Tuesday, June 17, 2025

কবিতা এইমুহূর্তে

সকাল থেকে শহর জুড়ে শুধু টিপটিপ বৃষ্টি 
যেন কোন অসহায় দিন 
যেন কোন নিস্তব্ধ শব ব্যবচ্ছেদ হচ্চে অকেজো মাথার ভিতর,
কিছু শিহরণ ছুটে যাচ্ছে  স্নায়ু বেয়ে ট্রাফিক স্যিগনাল ভেঙে গভীর তরঙ্গে 
পাল্লা দিয়ে আকাশের মেঘেরা 
খবরের কাগজের হেডলাইন ছুঁয়ে ঢেঁকুর তুলছে। 
.
এক বৃষ্টিবহুল বিরক্তি সারা সময় জুড়ে 
ঈশ্বর যেন শহরের অতিরিক্ত দেনাপাওনা গুলো বুঝবে চাইছে 
এদিকে ইসরাইল ছুঁয়ে ইরান তারপর যেন কোথাও নিস্তব্ধতা ছড়াচ্ছে 
কি বলতে চাইছি ,বড্ড বিরক্তি। 
মনে হচ্ছে ব্যক্তি স্বাধীনতা রাস্তায় জমা জলের থেকে ছিটকে আসবে এখুনি 
সত্যি বোঝাবে হোয়াইট কলারের সভ্যতাকে 
কি সব ভাবছি আমি ?রাবিশ সব 
কি জানি কবে আবার সহস্র শেকল খুলে দখল হবে পৃথিবীর তাবৎ মাইক্রোফোন
তোমার কণ্ঠে আমার কবিতা 
কবিতা  বৃষ্টি ভুল। 
.
কতদিন আর অপেক্ষা করবে করবে ঋষি  ?
চলন্তিকা যে  আজও জানলা ভিজিয়ে বৃষ্টি দেখে এ শহরে 
তাদের মন কেমন করে ঠিকই  
কিন্তু রাস্তা যে ফুরোয় না। 
আমি জানি কবিতা এইমুহূর্তে তুমি কেমন মিশে আছো বৃষ্টির ভাষায়
খুশি-বিষাদ-হিংসা-দ্বেষ মিলেমিশে আজ কেমন এক অসহ্য দিন 
কাল সারারাত নির্ঘুম ছিল অসুস্থ বার্তারা 
আজ তারা বৃষ্টি হয়ে ঝরছে 
কষ্ট হচ্ছে 
আমি প্রানপণে খুঁজে চলেছি হারিয়ে যাওয়া আলেকজান্দ্রিয়া ।
.
কবিতা এইমুহূর্তে 
ঋষি

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...