ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও
একের পর এক প্রহসন
ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে
শুধু হাসতে
কিন্তু কেউ জানে না তার কান্নাগুলো তুমি হয়ে যাও
তুমি হয়ে থাকো তোমার সংসারে।
.
বুঝতে পারি না কিছুতেই বিষাদের গল্পগুলো
শুধু মনে হয় তলিয়ে ভাবি নি,
তোমার বৃত্তাকারে ঘুরতে ঘুরতে মেরুদন্ড নিষ্ক্রিয়
ঘরের সিলিংএর দিকে তাকিয়ে দেখি বন্ধ আকাশ
আর আমি অন্ধ
তোমার ব্যস্ততায় আমি জোকার সেজে থাকি
তবু মানি আত্মহত্যা মহাপাপ।
.
সাজানোগোছানো এই কিংবদন্তী জানি
কিন্তু জানি না তুমি সংসারী না ক্লিওপেট্রা
হাজারো কবিতা যেখানে ভালোবাসার গান গায়
সেখানে দানা দানা আশ্চর্য শীতল শরীর।
এই তো কিছুক্ষন, তারপর তুমি ভুলে যাও
আমি হাসতে থাকি তোমার দিকে তাকিয়ে
আর তুমি ব্যস্ততায় রেঁনেসা।
এইসব কথা কতবার লেখা যায়
কতবার নিস্তব্ধতা ভোলাতে চীৎকার করা যায়
বদলানো যায় নিজেকে সার্কাসের তাঁবুতে,
একের পর এক রঙের প্রলেপ
একের পর এক মুহুর্তগুলো
অসহ্য
অসহ্য এই নিস্তব্ধতা।
.
নিস্তব্ধতা
... ঋষি
No comments:
Post a Comment