Thursday, October 2, 2025

শেষ শব্দটা

শেষ শব্দটা 
... ঋষি 
.
শেষ শব্দটা লিখতে লিখতে ইদানিং এক  বিষন্নতা 
একে একে শেষ হওয়া প্রতিবাদ ,প্রতিফলন ,অভিমান 
কিছুই স্থির হয় না এক জীবনে ,
বাড়তে থাকা দূরত্ব ,ক্রমশ এগিয়ে আসা নৈকট্য 
মৃত্যু ,জন্ম ,ভয় কিছুই ফুরোয় না। 
.
বছরান্তে সেই কাশফুল,মায়ের মুখ ,ধূসর হতে থাকা স্মৃতি 
হাজারো ভুলের মাঝে একলা দাঁড়িয়ে দেখি 
পৃথিবীটা চলছে চলন্তিকা  ,
শুধু থেমে যাওয়া মুহূর্তে নিরন্তর কিছু আকুলতা 
কাঁচের গা বেঁয়ে গড়িয়ে নামা বদলানো কেউ 
ভালো লাগে না কিছুই ,
তবুও বলা ভালো থাকতে হবে কোনো কবিতার মতো 
চিরদিন তো আমি শুধু সত্যি হতে চেয়েছিলাম। 
.
বড্ড ব্যস্ততা মোড়া এই পৃথিবীতে কেউ দাঁড়ায় না 
সকলেই শুধু এগিয়ে যাওয়ার জন্য হাত বাড়ায় 
সাদা কালো দিনের মতো কিছু মুহূর্তরা স্থির 
কিছু অস্থির 
হাজারো মুখের মিছিলে ,কিছু মুখে শুধু অপ্রাপ্তি 
কিছুতে অশান্তি। 
এইবার একলা পরে থাকা সব পুজোমন্ডপ  
রাস্তায় বাঁশের ব্যারিকেড ,মায়ের সিঁদুর মাখানো মুখ 
সব হারাবে ,আবার হয়তো বদলাবে মুখগুলো 
কিছুই দাঁড়াবে না 
থামবে না 
শেষ শব্দটা লিখতেই হবে ,
তবুও তো চলন্তিকা তোমাকে বলতেই হবে শুভ বিজয়া 
বলতেই হবে তোমাদের ভালো থেকো সকলে 
শুধু মানুষের অপেক্ষেরা বদলাবে না।

শেষ শব্দটা

শেষ শব্দটা  ... ঋষি  . শেষ শব্দটা লিখতে লিখতে ইদানিং এক  বিষন্নতা  একে একে শেষ হওয়া প্রতিবাদ ,প্রতিফলন ,অভিমান  কিছুই স্থির হয় না এক জীবনে ,...