যেন কোনো অসহায় বিকেলে
সমস্ত দুঃখের শব ব্যবচ্ছেদ হয় প্রকৃতির আকর্ষণে
কিছু শিহরণ ছুটে যায় স্নায়ু বেয়ে ট্রাফিকস্যিগনাল ভেঙে ,
জমাট বাঁধতে চায় নিঃশ্বাসে অমোঘ ঘোর।
কাল যদি খবরের কাগজের হেডলাইনে এক মৃত্যু লেখা হয়
যদি লেখা হয় কবি তুমি প্রকৃতির প্রেমে পাগল দিওয়ানা
তবে অবাক হবার বিশেষ কিছু নেই।
যেন কোনো অসহায় বিকেলে
ঈশ্বরকে আজ মনে হয় এক অপটু ইন্টার্ন
সদ্য ঘুম ভাঙা স্বাধীনতা আজ চলন্তিকার ঠোঁটে
সমস্ত রাজপথ ,শহরের কোলাহল হঠাৎ যেন এ শহরে নিস্তব্ধতায়
শত সহস্র হুডিনি শেকল খুলে আজ যেন আমার শব্দরা
আরেকবার জীবিত
আরেকবার চলন্তিকায়।
.
যেন কোনো অসহায় বিকেলে
মন ভালো নেই
মন ভালো থাকে না লিখতে লিখতে যখন সকল কবিরা হাঁপাচ্ছে
তাদের জন্য মোক্ষম দাওয়াই ছবির ভিতর ঈশ্বর
আর এই ঈশ্বরের ঘরে তোমার কবিতা।
খুশি-বিষাদ-হিংসা-দ্বেষ সব ছাড়িয়ে যাচ্ছে যে অনুভূতি
মনে হচ্ছে হঠাৎ এক ট্রান্সপারেন্ট মুহূর্ত জাপটে ধরছে সময়কে
আমার হাতে কলম
আজ প্রানপণে বলছে আমি ভালো আছি
চলন্তিকা ভালো আছে
এক মুহূর্তের তার হাসির ঝলকে আমি দিওয়ানা
আর এই শহর আর ক্লান্ত নয় যেন হাসিখুশি ভেনিস।
...
দিওয়ানা
ঋষি
No comments:
Post a Comment