অসহায়তা
... ঋষি
.
আমার আজ বহুদিন কবিতা আসছে না
না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের
কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা
চারিদিকের আকাশে মানুষের ভালো থাকাগুলো যেন আগুনে লাল,
তাকে আমি কনে-দেখা-আলো ভাবতে পারছি না
সত্যি হলো আমার কবিতা লিখতে ভীষণ লজ্জা করছে।
.
সময়ের মধ্যবিত্ত মধ্যবয়স্ক যাপন
সময়ের সচ্ছল অগোছালো নাটকের সংসার
সময়ের চারিধারে ছবিমেলা,গানমেলা ,আনন্দের প্রহসন
সময়ের সুগন্ধি চা,কফির চুমুক
যেন কোন অনিবার্য মিসাইলের সাইরেনের শব্দ ছিন্নভিন্ন করে
মনে করিয়ে দিচ্ছে বারংবার এক মৃত্যুমুখী সভ্যতার বাস্তব।
.
যেখানে প্রাতিষ্ঠানিক বঞ্চনার মাছ ঢাকা পড়ে অনুদানের শাকে
যেখানে পর্নোগ্রাফির স্রোতে ভেসে যায় বেকারত্বের ক্ষোভ
যেখানে খবররূপি প্রোপাগান্ডা-দালালির আতশবাজি বোধ ধাঁধিয়ে দেয়
সেই সময় ,সেই মহুর্তে শুধু তোমার চোখের দিকে তাকিয়ে ভোলা যাচ্ছে না
ভোলা যাচ্ছে না বুলডোজারের হুংকার, কাঁটাতারের ঝনঝন
তোমার ঠোঁটের স্বাদ আমায় সব ভোলাতে পারছে
এক অপরাধ বোধ আমাকে ঘিরে ধরছে।
হয়তো নিজেকে সুখী ভাবতে বড্ড অস্বস্তি হচ্ছে
হয়তো এটা সাময়িক
কিন্তু এই মুহূর্তে ,এই সময়ে দাঁড়িয়ে আমার কবিতা আসছে না
আসছে না আমার কাছে কোনো সুখ
শুধু বুকের খাঁজে,নিজের স্কেলিটনে এক বোধ কাজ করছে
বোধ এক অসহায়তার।
No comments:
Post a Comment