Friday, October 14, 2016

মুক্তির খোঁজে

মুক্তির খোঁজে
................ ঋষি
=================================================
একটা স্বপ্ন দেখলাম
সেই অন্ধ মানুষটা হেঁটে চলেছে আলোর দিশায়।
তারপর দেখি
সেই খোঁড়া মানুষ ক্রাচ ছুঁড়ে ফেলে উঠে দাঁড়িয়েছে।
আর তারপর অবাককান্ড
আমি উড়ছি আকাশের নীলে ,,মুক্তি ,মুক্তি।

আমার শুধু মনে হয়
এই বোবা পৃথিবীর মানুষগুলো কেন জানি খোঁড়া ,অন্ধ সেজে আছে।
শুধু মনে হয় শান্তির খোঁজে ,শান্তির বেঁচে থাকায়
তারা শুধু পুড়ে চলেছে।
চারিদিকে চামড়ার পোড়া গন্ধ ,মৃতের স্তূপ
আকাশের ঘন গভীরে নীল হারিয়ে লাল রং মোড়া।
এই রং মৃত্যুর
এই রং একলা থাকার।
এই রং সভ্যতার চাকায় পিষে যাওয়া মানুষের রক্তের
মানুষ গুলো একলা হতে হতে কখন যেন মরে গেছে।

একটা স্বপ্ন দেখলাম
ঘুম ভেঙে চোখ খুলে দেখি নীল আকাশ, না বদলায় না কিছু
তারপর দেখি
সেই অন্ধ ,খোঁড়া মানুষগুলো মিছিল করে চলেছে।
সকলের হাতে মুক্তির পায়রা
কিন্তু কিছুই বদলায় নি ,যতদিন না সব মেরুদন্ড উঠে দাঁড়ায়।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...