Tuesday, October 18, 2016

প্রেমিক ,প্রেমিকা আর প্রেম

প্রেমিক ,প্রেমিকা আর প্রেম
..... ঋষি
=========================================
প্রেম ঘুমিয়ে গেলে
অভাব খোঁজে কাছে না পাওয়া মুহূর্তদের দুঃখ
আর সুখ
সে তো স্বপ্নে দেখা চলন্তিকা তুমি কবিতা
আর আমি
কলমের নিব বেয়ে লিখে চলা কবি

প্রেম  ঘুমিয়ে গেলে
ক্লান্ত শরীরে প্রেমে হাবুডুবু খায় জ্যোৎস্য রাতে।
একটা হাহাকার
এমন করে আঁচড়াচ্ছো কেন ,এমন করে কামড়াচ্ছ কেন।
ফ্রোয়েড খুলে বসি
খুলে বসি নিজের ভিতর কামার্ত পাপ।
সারা শরীরে দংশন ,ব্যাথা ,আর সাপের বিষ
সারা শরীর বেয়ে চলতে থাকে নিজস্ব মেশিনিক মোশন।
ফ্রোয়েড চুপ
এটা কি প্রেম ?

প্রেমিক ঘুমিয়ে গেলে
সে তবে ক্লান্ত তার নিজস্ব সুখে বিভোর।
আর প্রেমিকা পাশে শুয়ে থাকা বারংবার ব্যবহার
সব শেষ।
যেন তো প্রেমিকা রাট জাগে বিরহে
আর প্রেমিক স্বপ্ন দেখে সঙ্গমের।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...