Sunday, May 21, 2017

জীবিত গন্ধ

জীবিত গন্ধ
................. ঋষি
=============================================
কিভাবে অন্ধকার হাতড়ে ফিরে আসা যায় ?
কিভাবে কপট আনন্দের সাথে
একটা জীবন কাটিয়ে দেওয়া যায়।
এই সব উহ্য থাকে বালুতটে ফুটে ওঠা চলন্তিকা তোর পায়ের ছাপ
স্রোত আসে ভিড় করে তবু মুছে যায়..
.
যদি গাঢ় চুম্বনে স্তব্ধ দূর আকাশ সীমানায় আদিম রং
যদি নিঃশব্দে দুচারখান পাতা খসে যায়।
পথের উপর দিয়ে পথ যায় কাটা
তবু কি এই পথ একা হাঁটা যায় ?
শুধুই একা  ..........
.
কিভাবে ভালোবাসা যায় ?
সেই মুহূর্তের কণায় জমে থাকা ভাঙা বাড়িঘর।
কিভাবে আরো একা থাকা
নিজের  সুদৃঢ় সম্পর্কের মত দূরে ভেসে ওঠা কোনো মুখমণ্ডলে
একফালি চাঁদ।
ফিরে এসো অন্ধকার , পুনর্বার নির্জনতায় ভেসে উঠুক ঝাউবন
ভেসে উঠুক তোমার সমুদ্রফেরত ভেজা কোনো অবয়ব।
চলন্তিকা আসীন তুমি এই বুকে
খুব সুখে। বেঁচে থাকার তোমার জীবিত গন্ধে। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...