Friday, May 26, 2017

ফটোফ্রেম

ফটোফ্রেম
............ ঋষি
============================================
পুরোনো ফটোফ্রেম কিছু ওলোটপালোট মুখ
সাদাকালো ছবি।
স্থির কিছু মুহূর্ত তোমার আমার সকলের অনুরণ কেঁপে যায়
দিন কাটে ,সময় বদলায়।
ফটোফ্রেমে মুখ হাসতে থাকে ,হয়তো হলুদ পুরোনো হতে থাকে
কিন্তু বদলায় না তো।

দিন কাটে ,দিন বদলায়
সমস্ত প্রলেপ জুড়ে ,সমস্ত স্মৃতিদের মেঘে কিছু রঙিন আদর জড়িয়ে থাকে।
বৃষ্টি ভেজা কোনো স্পন্দনের মতো
হৃদয়ে লেপ্টে।
পুরোনো ফটোফ্রেম কিছু ওলোটপালোট মুখ
সাদাকালো ছবি ,,, আজ আর নেই।
আজ যখন রঙিন ছবি ফোনের পাতায়  পাতায় ,ইজি টু গেটেবেল
খুব কি রঙিন লাগে ওই সাদাকালোর পাশে।
 ফটোফ্রেমে মুখ হাসতে থাকে ,হয়তো হলুদ পুরোনো হতে থাকে
কিন্তু বদলায় না তো।

পুরোনো ফটোফ্রেম কিছু ওলোটপালোট মুখ
সাদাকালো ছবি.
সময়ের প্রটোকলে সময় ভীষণ কম মানুষের আর স্কোপ অন্ধকার
দিন কাটে ,সময় বদলায়।
তবু সাদাকালো কিছু ছবি বুকের পেরেকে টাঙানো
কিন্তু বদলায় না তো। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...