Friday, August 11, 2023

পতন

আপাতত এই বৃষ্টিটা বাঞ্চনীয়
বানান ভুলের শব্দগুলো কথার সাথে ভিজে অসুস্থ বিছানায়
এই মুহুর্তে নিংড়ে নিচ্ছে পতন, 
অথচ শব্দহীন একটা মেহফিলে সম্পর্ক লেখা হচ্ছে 
আমি মিথ্যে বটে সেখানে
তবে তার থেকেও মিথ্যা পতনের শব্দ। 
.
বিশ্বাস আর অহংকারের মাঝে এ শহর শ্বাস কষ্টে ভুগছে 
সত্যি বলা মানা
তবুও ভিজে শহরের জানলায় এক আদিম পুরুষ 
বৃষ্টিতে ভিজে মেনে নিচ্ছে তার অপরাধ
স্বীকার করছে গোপন পাপ।
.
পতন 
... ঋষি 

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...