Saturday, January 18, 2025

সোনাগাছি

সোনাগাছির দরজা খুলে গেছে
তবু তীরন্দাজী সেরে আমি আয়না হতে পারি নি
পুরুষ হতে পারি নি,
শুধু সকালের ঘুম ভাঙা চোখে আঁকড়েছি তোমায়
নুনপোড়া খেয়ে তেল মেখে উঠে রৌদ্রে দাঁড়িয়েছি
সমুদ্রের নোনা জলে আমার দিবানিশি
তবু সরে আসিনি, ঘড়ির কাঁটারা সরেছে। 
.
সবাই কবিতা লিখতে পারে না
কারণ সবাই একলা হতে পারে না সমাজ অরণ্যে
সবাই পারে না সত্যি বুঝতে,
যে ষাট শতাংশ সুস্থতা আমার দেওয়ার ছিল 
দিয়ে দিলাম জীবন,
এবার সোনাগাছির দরজা খুলে আমার আসা যাওয়া
মিথ্যেকে সত্যি ভেবে আমার কবিতা। 
.
এইবার তবে বন্যতা জুড়ে থাক শুধু শরীর
এইবার শুধু ভালোবাসা জুড়ে থাক সাজানো মিথ্যা
এইবার শুধু সম্পর্ক জুড়ে থাক মুখোশের কবিতা
আর  মুখোশের আড়ালে থাক চেনা রক্ত।
তবু ভালো থাকাগুলো থাক বেঁচে এক আকাশ তুলিতে
সময়ের ক্যানভাসগুলো কোন মন্দিরে ঈশ্বর হয়ে বাঁচুক
আমি বাঁচি কি না বাঁচি তাতে কি
এ শহরে সোনাগাছি ছিল, থাকবে 
এ শহরে ভালোবাসা ছিল, সে বাঁচবে,
শুধু ঈশ্বরের কবিতায় বারংবার লেখা হবে
পুরুষ আর পৌরুষের তফাৎ। 
.
সোনাগাছি
... ঋষি 







No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...