Friday, August 15, 2025

ইনকমপ্লিট



এই ইনকমপ্লিটনেসের নামই হয়তো জীবন
এই ইনকমপ্লিট দুনিয়ায় বেঁচে থাকাটাই জীবন, 
যেমন তোমার শরীরের তিলগুলো এক একটা পাখি 
যেমন স্বাধীনতার মানে ইদানীং শ্বাপদের অধীনতা
যেমন বৃষ্টিবহুল কফি কাপে উল্টো চেয়ারে স্বপ্ন
যেমন বহুবার তোমার শরীরে কলকাতা আঁকা
যেমন কলকাতার রাস্তায় রক্তাক্ত তিলোত্তমা। 
.
আসলে আমাদের কোনও দরজা ছিল না কোনদিন
আসলে আমদের মাঝে খুব কম মিল,
তবু মেক মাই ট্রিপে আমাদের আগামীর অভিযান
আসলে আমার দানা দানা চিনির মতো মুহূর্তগুলো
সব দূরে এঁকেবেঁকে চলা ইনকমপ্লিট এজেন্ডা
সব জমিয়ে রেখেছি
এইমুহুর্তে তোমার আবৃত্তির কন্ঠে
" দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার হে!
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার॥ "
.
এই ইনকমপ্লিটনেসের নামই হয়তো জীবন
এই ইনকমপ্লিট দুনিয়ায় বেঁচে থাকাটাই জীবন 
যেমন আমার দেওয়ালে টাঙানো ফাঁকা ফটোফ্রেম,
যেমন এই শহরের রাস্তায় জমতে থাকা জল
যেমন কবিতার কলমে উপছে পড়া প্রতিবাদ
যেমন বোকার সাজে তোমার দিকে তাকানো।
এ যেন হারানো, সাজানো বিপ্লব 
এ যেন তোমার দুই স্তনের মাঝে একলা এই দেশ
এ যেন কনডোমে মোড়া সমাজের সতীত্ব
এ যেন তেরঙ্গা মোড়া সত্যির মৃতদেহ
রেডরোডের মৃতদেহের শাসন।
নিরাপত্তার অধিকার
আশ্র‍য়
খাঁচা
সব ইনকমপ্লিট
ইনকমপ্লিট সব।
.
ইনকমপ্লিট
... ঋষি 

No comments:

Post a Comment

ইনকমপ্লিট

এই ইনকমপ্লিটনেসের নামই হয়তো জীবন এই ইনকমপ্লিট দুনিয়ায় বেঁচে থাকাটাই জীবন,  যেমন তোমার শরীরের তিলগুলো এক একটা পাখি  যেমন স্বাধীনতার মানে ইদান...