Tuesday, September 23, 2025

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম
তবুও কই জীবন পেলাম না
সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম
শরীর, মাংস সব পেলাম
 তবুও সেই মানুষ পেলাম না। 
.
অথর্ব হাহাকার
এক সন্ধ্যায় কবিতার পাতায় চলন্তিকাকে লিখেছিলাম
হয়তো স্বপ্ন হয়তো আশায় 
চলন্তিকায় বেঁচেছিলাম,
তারপর সে এলো, রৌদ্র এলো বুকে
অথচ গত রাতের বৃষ্টির জমা জলে সব ভেসে গেলো 
তারপর আজ সন্ধ্যায় আবার ষোলোকলা পুর্ণ
বুঝেছিলাম অনেকদিন 
আজ আবার নতুন করে জানলাম
বৃষ্টির ঝাঁপটায় চলন্তিকা ঝাপসা হলো। 
.
ও জীবন রে
ছাড়িয়া জাস নে মোরে,
এ কি কথা ? 
তথাপি সব কথা সবাইকে বলতে নেই
তথাপি সব সব কথা আমাকেও বলতে নেই
তথাপি একলা বৃষ্টিতে সবাইকে ভিজতে হয়
তথাপি বিশ্বাস করতেই হয় জীবন। 





Wednesday, September 17, 2025

কাটাকুটি

নিমেষে ভাবনার রং ক্রমশ সাদা ফ্যাকাসে 
কোনটা নির্মুল কোনটাই বা মূল 
ভাবতে ভাবতে চল্লিশের চশমায় চালশে,
যোগ সংকেত,মায়া,ফ্রেম সহ মালা ঝোলানো ছবি
সম্পর্কের দাগে অজস্র কাটাকুটি,ভুলের গল্প
বদলানো কবিতায় রাস্তার পার্কিং-এ ভালোবাসা ঘুমিয়ে
সামনের জেব্রা ক্রসিং ওপারে গন্তব্য। 
.
ভালোবাসা কারণ হলে সম্পর্ক সংংবিধান
ভালোবাসা ভালো রাখা হলে সম্পর্ক আকাশের পাখি
অথচ অমুকের কবিতা তমুকের বিশ্লেষণে
লাল কলমের নিবে শরীর এসেই পরে,
তারপর শহরের মরশুমে কেমন জানি একলা সেই গল্প
একলা হারাবার গল্প
পকেট থেকে ঝরতে থাকা প্রতিদিন। 
.
ঋতু গড়িয়ে, বছর গড়ায় 
চামড়ার কোলাজে কেমন জানি একলা সম্পর্করা
আসলেই সকলেই জোকার নিজেদের সার্কাসে
শুধু জায়গা বদলায়, বদলায় তাঁবু। 
ভালোবাসা একলা হলে নখ দিয়ে খুঁতখুঁত করে হৃদয়
আকাশের দরজায় একলা দাঁড়িয়ে সেই মানুষ
খুঁজে নেয় বোঝাপড়া 
তারপর মিসিং লিংক আর  সেই পুরাতন ইতিহাস
মানুষ হওয়ার গল্প
সম্পর্ক আসলে ইনফ্যাচুয়েশন
আর ভালোবাসা হলো বারংবার কমবেশি প্রাক্তন। 
.
কাটাকুটি 
....ঋষি 

Saturday, September 6, 2025

হ্যালো টেস্টিং

হ্যালো টেস্টিং, হ্যালো, হ্যালো, হ্যালো
শুনতে পাচ্ছিস, সরি শুনতে পাচ্ছেন
আপনাকে, তোমাকে, তোকে দূর থেকে ভালোবেসেছি
ভেবেছি ভেতরের ঘরটা শুধু আমার
ধুর এ কবিতা প্রেমের নয়
এ তো সময়ের মতো জালি,
এখনও বুঝতে চাইছি অমরতা না মৃত্যু কোনটা কাম্য
তুমি ভালো কথা বলতে পারো
তবু তুমি সাধারণ কারণ আমাদের কথা ফুরিয়েছে। 
.
হাততালি, হাততালি,হাততালি
ছায়া মানুষ কিংবা মানুষের পাশে ছায়া 
দু চারটে লারেলাপ্পা গান 
একই সুর, একই তান 
আমরা তো ভালোবাসার চিৎকার শুনি না। 
কারণ ভালোবাসলে চীৎকার করতে নেই
বলতে নেই
শুধু অপেক্ষার কড়ি জমাতে জমাতে মরতে হয়
মরে যেতে হয়।
.
ডাক্তার বলেছেন নিয়মিত কুলেখাড়া খেতে
শরীরে নাকি রক্তাল্পতার প্রথম সূচনা, অধিক নয়
ডাক্তারকে ঈশ্বর ভাবার দেশে
আমার ঈশ্বর তুমি,
একটা মৃত্যুমুখী সম্পর্কের সাথে শুয়ে
ভাবতে ইচ্ছে করে না কুলেখাড়া নিরাময় আনে
বরং বলতে ইচ্ছে করে
বদলানো তুমিটা কবে আমার সাথে ভালো থাকবে ? 
আর আমি কবিতায় আবারও লিখবো
চলন্তিকা আমার প্রেমিকা।
.
হ্যালো টেস্টিং 
ঋষি 

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...