Wednesday, September 17, 2025

কাটাকুটি

নিমেষে ভাবনার রং ক্রমশ সাদা ফ্যাকাসে 
কোনটা নির্মুল কোনটাই বা মূল 
ভাবতে ভাবতে চল্লিশের চশমায় চালশে,
যোগ সংকেত,মায়া,ফ্রেম সহ মালা ঝোলানো ছবি
সম্পর্কের দাগে অজস্র কাটাকুটি,ভুলের গল্প
বদলানো কবিতায় রাস্তার পার্কিং-এ ভালোবাসা ঘুমিয়ে
সামনের জেব্রা ক্রসিং ওপারে গন্তব্য। 
.
ভালোবাসা কারণ হলে সম্পর্ক সংংবিধান
ভালোবাসা ভালো রাখা হলে সম্পর্ক আকাশের পাখি
অথচ অমুকের কবিতা তমুকের বিশ্লেষণে
লাল কলমের নিবে শরীর এসেই পরে,
তারপর শহরের মরশুমে কেমন জানি একলা সেই গল্প
একলা হারাবার গল্প
পকেট থেকে ঝরতে থাকা প্রতিদিন। 
.
ঋতু গড়িয়ে, বছর গড়ায় 
চামড়ার কোলাজে কেমন জানি একলা সম্পর্করা
আসলেই সকলেই জোকার নিজেদের সার্কাসে
শুধু জায়গা বদলায়, বদলায় তাঁবু। 
ভালোবাসা একলা হলে নখ দিয়ে খুঁতখুঁত করে হৃদয়
আকাশের দরজায় একলা দাঁড়িয়ে সেই মানুষ
খুঁজে নেয় বোঝাপড়া 
তারপর মিসিং লিংক আর  সেই পুরাতন ইতিহাস
মানুষ হওয়ার গল্প
সম্পর্ক আসলে ইনফ্যাচুয়েশন
আর ভালোবাসা হলো বারংবার কমবেশি প্রাক্তন। 
.
কাটাকুটি 
....ঋষি 

No comments:

Post a Comment

কাটাকুটি

নিমেষে ভাবনার রং ক্রমশ সাদা ফ্যাকাসে  কোনটা নির্মুল কোনটাই বা মূল  ভাবতে ভাবতে চল্লিশের চশমায় চালশে, যোগ সংকেত,মায়া,ফ্রেম সহ মালা ঝোলানো ছবি...