Tuesday, September 23, 2025

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম
তবুও কই জীবন পেলাম না
সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম
শরীর, মাংস সব পেলাম
 তবুও সেই মানুষ পেলাম না। 
.
অথর্ব হাহাকার
এক সন্ধ্যায় কবিতার পাতায় চলন্তিকাকে লিখেছিলাম
হয়তো স্বপ্ন হয়তো আশায় 
চলন্তিকায় বেঁচেছিলাম,
তারপর সে এলো, রৌদ্র এলো বুকে
অথচ গত রাতের বৃষ্টির জমা জলে সব ভেসে গেলো 
তারপর আজ সন্ধ্যায় আবার ষোলোকলা পুর্ণ
বুঝেছিলাম অনেকদিন 
আজ আবার নতুন করে জানলাম
বৃষ্টির ঝাঁপটায় চলন্তিকা ঝাপসা হলো। 
.
ও জীবন রে
ছাড়িয়া জাস নে মোরে,
এ কি কথা ? 
তথাপি সব কথা সবাইকে বলতে নেই
তথাপি সব সব কথা আমাকেও বলতে নেই
তথাপি একলা বৃষ্টিতে সবাইকে ভিজতে হয়
তথাপি বিশ্বাস করতেই হয় জীবন। 





No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...