অনবদ্যতা আহরণ করে চলেছি
করে চলেছি নিজের ভিতর নিজেকেই ঘৃণা ক্রমশ
সারা পৃথিবী চায়ের কাপের অপেক্ষা করে
তখন আমার কফি কাপে আমি একা
এ যেন স্মরণীয় প্রেম নিজের ভিতর।
.
শক্তি বাবু যখন অন্ধকার ,অন্ধকার বলে চিৎকার করেছেন
তখনও এই শহরের সরণীগুলোতে আলোর বৃষ্টি ছিল
প্রেম ফুরোয় না বলে
মাছের শরীরের প্রেম ধান সিঁড়ি পেরিয়ে শুধু কবিতাতে
তখনও কি জীবনানন্দ জানতো
প্রেম ফুরোয় না
মানুষ ফুরোয়।
.
কর্তব্য দায়িত্ব নিষ্ঠা এক কথায় ওয়াডকলারের শহরবাসী প্রত্যেকে
নিজের ছায়ার সাথে নিজেরাই সন্ধি করে
বন্দি করে নিজেকে অদৃশ্য এক মায়ায়
অনবরত মৃত্যুতে।
আমি মৃত্যুর কবিতা লিখবো না
আজ শুধু কলমের নিবে কলঙ্কিত ভালোবাসা লেখা হোক।
.
মানুষ ফুরোয়
... ঋষি
No comments:
Post a Comment