Thursday, April 7, 2016

নদী ,নগর ও নারী

নদী ,নগর ও নারী
............... ঋষি
==================================================

তোমার সবুজ স্তনের বিভাজনে এক ফালি নদী
নদী নারী হতে,হতে
কখন যেন নগর হয়ে গেল ,হয়ে গেল জনবসতি।
তোমার নাভির উষ্ণতায়
জন্ম ফসলের বীজ ,,,,লোকসংখ্যার নামান্তর
শুধু সংখ্যা বেড়ে গেল।

তবে তুমি তো নদী হতে চেয়েছিলে
তিরতিরে ভঙ্গিতে তুমি এগিয়ে  যেতে চেয়েছিলে সময়ের হাত ধরে।
আরো গভীরে ,,সমুদ্র সঙ্গমে
তোমার রূপের বন্যায় তুমি ভাসাতে চেয়েছিলে ,,নরম মাটি।
সেখেনে তো জন্মাতে পারতো ফসলের মতন কিছু
সেখানে তো ভিজে যেতে পারতো  তোমার সোনা রং।
রৌদ্রের তাপে তুমি শুকিয়ে গেলেও
আবার তো সম্ভাবনা ছিল তোমার ফিরে আসার।
ঋতুর সাথে
আসলে অপেক্ষা দরকার ছিল নারী।
কিন্তু সময় যে নিজেই  তোমার অপেক্ষা করে
অপেক্ষা কথা করে তোমাকে রমনের।

তোমার কোমলতার সুযোগ নিল নারী
এই নাগরিকত্ব ,এই সভ্যতা ,এই ধূর্ত সমাজ।
তোমার নদী হওয়ার সম্ভাবনাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে
বাঁধ দিল ,তৈরী করলো নগর সময়ের মত।
তোমার আর নদী হওয়া হলো না
হয়ে গেলে তুমি ঘিঞ্জি নগর।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...