Monday, March 6, 2017

আমন্ত্রণ

আমন্ত্রণ
........... ঋষি
=========================================
ছুঁয়ে দেওয়া অন্তরের অনুভব
হঠাৎ কতগুলো স্পর্শ চকমকির মতো ঘষাঘষি করে।
আগুন জ্বলে
জ্বলে বুকের ভিতর বন্য জঙ্গলের গন্ধ।
তারপর কেন জানি বৃষ্টি নামে চলন্তিকা তোর ঠোঁট ছুঁয়ে
একটা পরিতৃপ্তি।

আমি আগুন দেখি নি জ্বলতে
তবু পুড়ে গেছি মনের ভিতর লেগে থাকা দাবানলে।
হাজার বছরের তৃষ্ণা গড়িয়ে নামা পাহাড়ি ঢাল বেয়ে নোনতা জল
আমি জিভ রাখতে পারি।
কিন্তু বুকের পারে ছুঁয়ে দেখি  দখিন খোলা জানালা
এলোমেলো চুলগুলো চলন্তিকা সমস্ত অবয়বে একটা মায়া লেগে থাকে।
পাহাড়ে যখন সন্ধ্যা নামে
আকাশ জুড়ে অজস্র লক্ষ তারা আমাকে প্রশ্ন করে।
কখনো স্পর্শ করেছিস চলন্তিকা এক ঝাঁক স্বপ্ন
কখনো শুনেছিস হৃদয় চকমকির মতো আদর করে।

ছুঁয়ে দেওয়া অন্তরের অনুভব
হঠাৎ প্যাস্টেল কালার  সাদা পাতায় ব্যস্ত হয়ে যায়।
অজস্র আঁকিবুঁকি বন্য গন্ধ নীরব পরিচয়
শুনতে পারছিস চলন্তিকা পাহাড়ি ঝর্ণার শব্দ।
আরো কাছে ,খুব কাছে ,আমার বুকের সাথে মিশে থাকা ভিজতে চাওয়া
কোনো স্পর্শের সীমানা ছাড়ানো আমন্ত্রণ। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...