Monday, March 27, 2017

ঝাঁসির রানী

 ঝাঁসির রানী
.... ঋষি
==========================================
সামনে থেকে পারদ দেখেছো কখনো
শুধু উষ্ণতায় বেড়ে যায়।
না হলে ঘুমিয়ে থাকে ঝাঁসির রানীর অন্তরে কোনো অচেনা বেলায়।
প্রশ্ন একটা ঝাঁসির রানী কেন ?
লংকার ঝাঁজ যদি বদলায় তবুওতো জ্বর  আসে
আর জ্বর মুখে এই কবিতা বেশ  একটা সুখানুভব অনায়াসে।

বলবো না
কখনো বলিনি সবটা নিজের কাছে।
হাজার ব্যারন সত্বেও শুনবো না বুকের উথালপাথাল হৃদয়ের কাব্য
শুধু এই শহর চিবিয়ে লিখে যাবো চিতোর গড়।
কোনো দুঃসাহসী রমণীর কাব্য
হয়তো কখনো সে আকাশলীনা ,কখনো বা বনলতা।
হতেই পারে সুনীলের নীরা
কিংবা আমার চলন্তিকা।
শুধু সময় বদলাবে সময় গড়ে তুলকালাম বোমাবাজি
শুধু শব্দ হবে হৃদয়ে
কিন্তু একলা থাকা আমার কাছে আরো দরকারী।

সামনে থেকে পারদ দেখেছো কখনো
চকচকে চোখে আলোতে লুকোনো কিছু অজানা কাব্য।
না হলে ঘুমিয়ে পরে ঝাঁসির রানী অন্তরে ,ঘুম ভাঙে হুঙ্কার দেয়
হর হর মহাদেব।
কথা বলবো না ,উত্তর দেব না
আসলে সব কথা বলি নি কখনো আমি নিজের কাছে।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...