Friday, May 11, 2018

কালো দাগ

কালো দাগ
,,,,,,,,ঋষি
...........................................................................
একটু আলোর নীচে আয় চলন্তিকা
ভালোবাসি মানে তোকে সমাজের সামনে জড়িয়ে ধরে চুমু নয়।
একটা সফর
তোর আখরোট ঠোঁটে রেখে যাওয়া দাঁতের স্মৃতি।
নীরব একটা কাব্য, নিজের বুকের জঞ্জলে দাবানল
প্রাগৈতিহাসিক খুঁজে চলা আদিম ফসিল।
,
ভালোবাসি মানে
চলন্তিকা যেন চেনা  তোর গন্ধ, যেন চেনা  স্বেদ।
মরে যাওয়া অতীতের উথালপাথাল
অজস্র আলোর রশ্মি আমার বুকের অন্ধকার ক্যাবিনেটে।
আমি কার সাথে কথা বলছি ?চলন্তিকা
শুনতে পারছিস আমায়,না হলে তোর হেয়ারিং এইডটা একটু বাড়া।
শুনতে পারছিস "ভালোবাসি"
মনে হয় ভূকম্পন কোন, সারা অস্তিত্ব জুড়ে একলা বাড়া না বলা।
ঈশ্বরের মন্দিরে বেজে চলা অনবরত ঘন্টার শব্দ
"ভালোবাসি"শুনতে পারছিস।
,
একটু আলোর নীচে আয় চলন্তিকা
অনিয়মিত পঁয়তাল্লিশ মিনিটের কাব্য,ভালো লাগা স্যাক্সোফোন।
একটা সফর
পঁয়তাল্লিশ ডিগ্রি আগলে তোকে ভালো করে ছোঁয়া যায় না।
বুক খুলে দেখানো যায় না ভালোবাসি  শুধু শব্দ নয়
একটা কালোদাগ যা শুধু জন্মান্তরের।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...