খবর
,,,,,,,ঋষি
..............................................................
শুধু প্রেম নিয়ে লিখবো
যন্ত্রনা, সময়ের যাঁতাকলে আমি শুধু মৃত্যু দেখতে পাই।
ছ বছরের মেয়ে রেপ হলো
উই নিড জাস্টিস বলে খবর চিৎকার করলো।
আর তারপর নতুন খবর
পঞ্চায়েত ভোটের বোমা বাজিতে আঠারো জনের মৃত্যু।
,
বুঝলেন মশাই
খবর আসে খবর যায় আর আমরা আমজনতা শুধু গান্ডু।
আহা রাগ করবেন না
এখন এই সভ্যতায় শুধু আগুন জ্বালা, আর কি বা করতে পারি আমরা
আনন্দ আছে আর ঘরে বউ ছেলেমেয়ে আছে,
আহা শুধু আপনার কেন আমারও আছে।
তাই বাঁচাতে হবে যে নিজেকে,বাঁচতে হবে
কি এসে যায় আমি আপনি তো বেশ ভালো আছি।
ফেসবুক আছে,স্যানি লিওনি আছে,আইপিএল আছে
আজকের বাঁচার শ্লোক মেতে থাকুন আর মাতিয়ে রাখুন।
,
তাই তো ঠিক করেছি শুধু প্রেম নিয়ে লিখবো
কিন্তু চলন্তিকা বুকের কাছটা জ্বালা করে।
যে ছবছরের মেয়েটা রেপ হলো
সে আমাদের মেয়ে হতে পারতো।
হতে পারতো বোমায় উড়ে যাওয়া ছিন্নভিন্ন দেহ
আমাদেরি কারো,তখন আমরা চুপ থাকতাম তো।
Tuesday, May 29, 2018
খবর
Subscribe to:
Post Comments (Atom)
আর্তনাদ
একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
No comments:
Post a Comment