দুরতিক্রমণ
,,,,,,,ঋষি
.......................................... ।
শেষ দেখা হয়েছিল বোধহয় মৃত্যুর আগে
আমার তো এমনি মনে হয়।
আসলে সেদিন আকাশের চাঁদে দাঁত বসিয়েছিল সময়
তারপর কফিনে বন্দী আমি দিন গুনছি।
,
দিন গুনছি
কোন অপ্রতীমের খোঁজে আমার বুকের বিকল হওয়া সান্তনা।
তোমার দুই বাহুর পাশে
তোমার বুকে রগড়ে ধরা আমার ঘামের গন্ধ।
যে চুমু শেষ হয় না কোনদিন
যে স্পষ্টতা, যে অনিদ্রা, যাকে সকলে লুকিয়ে রাখে।
,
তারপর
তোমার বুকের কবিতায় আমি চঞ্চল হয় চলন্তিকা।
কোনদিন লিখেছিলাম শরীর পেড়িয়ে প্রেম
সেও কি সম্ভব?
সব কফিনের দরজা খোলা পিন ড্রপ সাইলেন্ট
চলন্তিকা এসো জড়িয়ে ধরো।
.
সব চরিত্র কাল্পনিক
জানি সম্ভব নয় সময়ের সাইক্লোনে নিরিবিলি দারিদ্রতা।
কিন্তু কফিনের অপেক্ষা আর আকাশের চাঁদে
দুরতিক্রমণ আমার মৃত্যু।
Tuesday, May 29, 2018
দুরতিক্রমণ
Subscribe to:
Post Comments (Atom)
তোমাকে চাই
তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
No comments:
Post a Comment