এই শহর
,,,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আমি কি মরে যাচ্ছি?
এ শহরের প্রতিটা বিজ্ঞাপনে আমি দাঁড়িয়ে দাঁত বের করে হাসছি।
সে হাসিতে কোন শোক নেই,নেই আনন্দ
শুধু মাথার মেরুদন্ড বেয়ে শিরশির করে নেমে যাচ্ছে সময়।
এ শহরের ধুলোবালি,নিশ্বাসের কালি সব আমার চেনা হলেও
এ শহরে মৃত্যু আমার চিরকালীন।
,
বিরক্তিভরা দিনগুলো এ শহরে নিয়মিত
নিয়মিত রাতজাগা দুঃস্বপ্ন,ভৌতিক ঘড়ির শব্দ ডানা ঝাপটানো।
ঘড়ির পেন্ডুলাম যেন নিয়মিত ছন্দে আরোপিত
লিখে চলেছে আমার মৃত্যু পথ।
আমি সারারাত ধরে দরজায় দরজায় বিছানা খুঁজতে থাকি
স্বপ্ন দেখি আমার বাড়ানো হাত তোমার দিকে।
অথচ ঘুম ভেঙে শহরের ফুটপাত ঘেঁষা লাগোয়া বিজ্ঞাপনে
আমি হাসতে থাকি,যেন নিথর মৃত।
সারাদিন আয়নার দেওয়ালে আমি খুঁজতে থাকি নিজেকে
কিন্তু আয়নার সামনে হেসে, কেঁদে কিছুই পাই না।
,
তবে আমি কি মরে যাচ্ছি?
এ শহরের প্রতিটা শব্দ আমাকে মনে করায় আমি মৃত।
যেন কোন মৃত শহরের দারোয়ান আমি
মিথ্যা হাসি, কান্নার এই জীবনে আমার আর মন ভরে না।
শুধু মাঝে মাঝে মনে হয়
আমি যদি সত্যি মরি তবে এই শহর লিখবো কি করে।
Sunday, July 1, 2018
এই শহর
Subscribe to:
Post Comments (Atom)
তোমাকে চাই
তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
No comments:
Post a Comment