আকাশ, বৃষ্টি
,,,,,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ছাতা তুমি হারিয়ে ফেলো প্রায়সময়
আমি জানি বৃষ্টিতে নিজেকে নোনতা করার লোভ।
আসলে আকাশের আদলে নীল রঙ তখন অন্ধকার
তুমি খুঁড়তে চাও নীল আকাশ।
বিনিদ্র রজনীর ঘড়ির শব্দদের সাক্ষী করে দেওয়াল আঁকো
আর ভাঙতে থাকো সাজানো দেওয়াল।
,
এখানে বৃষ্টি বারোমাস
অসমাপ্ত কবিতার ভাষারা চিৎকার করে আকাশ চাইছে।
হিপক্রিসি ভরা পরে থাকা পুরোনো ছাতা
এ শহরে ছাতা সারানোর লোকের অভাব।
অভাব নিজের কাছে আয় বৃষ্টি ঝেঁপে নির্ভিক বাতাবরনের
অভাব আগাম আবাহসংবাদ লিপিকরনের।
বৃষ্টি আসে ভেজা মাটি বীজ বুনতে থাকে সবুজ স্বপ্নের
অথচ শহরজুড়ে স্কাইস্ক্যাপার দাঁত বের করে হাসে।
,
ছাতা সাথে না থাকাটা তোমার ভুলে থাকা
আর তোমার বৃষ্টি ভেজাটা একটা খামখেয়ালি আকাশ।
তুমি আকাশ খুঁড়ে বৃষ্টির কথা বলো
আমি ছুঁয়ে ফেলি আকাশের গহীন কান্নার স্পর্শ।
আজ রাতে তোমার শহরে বৃষ্টি হচ্ছে খুব
আর আমার ভাঙা জানলা চুঁয়ে বৃষ্টির ঝাপটা নিস্তব্ধে।
Friday, July 13, 2018
আকাশ, বৃষ্টি
Subscribe to:
Post Comments (Atom)
তোমাকে চাই
তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
Sir....Apner Lekha Ami Shob pori,Last Onekdin Holo Kuno Likha Ashsena Keno?plz sir regular lekha chai...vishon Miss Korsi apnar likha....bcz,apnar likha amar oshomvhob vhalo lage...
ReplyDeletespeechless
ReplyDelete