Friday, July 13, 2018

ভিতরে বৃষ্টি পরছে

ভিতরে বৃষ্টি পরছে
,,,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আমি তোমার জন্য বাঁচি
এই শব্দগুলো জংলী ঘোড়ার মতো ছুটতে থাকে শিরায়।
আর শুনতে চাওয়া মৃত্যুর প্রতিধ্বনি
যেন ছুটে যায় ভাদ্রের কুকুর, ছুটে যায় কবিতার বিছানা বালিশে।
ঘুম আসে না এই কথা ভাবতে
ক্রমশ চুলে পাক ধরা, চশমার কাঁচে আসন্ন সন্ধ্যা।
,
মনে পরে আমার জন্মের ৪০ বছর হয়ে গেলো
৪০,কিছু কারন সর্বদা বলা যায় না সবখানে।
কিছু লুকোনো ডাইরির পাতা
আর কিছু মুহুর্তের মাথার ভিতর অস্থির পদচারনা।
মাথার উপর দিয়ে চলে যায় এরোপ্লেন
বুঝতে পারি না কিছু কারন,শুধু ফ্যাল ফ্যাল করে চাওয়া।
তোমার থাকা আর না থাকাটা দুটোয় যন্ত্রনা আমার কাছে
শুধু বুকের পাটাতনে লেগে গেছে জন্মদাগ।
,
আমি তোমার জন্য মরতে চাই
হুশ, হুশ করে ঘুঘুদের তাড়িয়ে দিতে হয় আঙিনা থেকে।
আর তারপর চেনা পথ, অচেনা ডি,এন,এ
কষ্টরা কবিতা হয়ে ক্যামফ্লেজ করে কবিতার প্যামফ্লেটে।
অন্ধকারে ফুটে ওঠা রক্তের দাগ
কখন যেন কান পেতে শোনা ভিতরে বৃষ্টি পরছে।

No comments:

Post a Comment

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...