Wednesday, August 29, 2018

Alor setu

আলোর সেতু 

.... ঋষি 

............................................................................

অন্ধকারের সীমারেখা তোর আমার আকাশ 

মাঝখানে আলোর সেতু। 

সেতু দোলে 

আকাশ থেকে নেমে আসে স্বপ্ন নক্ষত্র আমাদের চোখে। 

ভালো লাগে 

একা থাকা বরাবর এক মিষ্টি যন্ত্রনার । 

.

একটা নাম তো দেওয়া দরকার সেতুটার 

একটা  পরিচয়। 

আসলে সময় পরিচয় খোঁজে ,পরিচয় সমাজ খোঁজে 

কিন্তু পরিচয়হীন কিছু মানুষ কখন যেন খুব কাছে 

যেমন আমি তুই। 

কি অদ্ভুত চলন্তিকা 

আমাদের আকাশ ছোঁয়ার ইচ্ছা ,সে যেন  বিশাল গাছ। 

আকাশ ছেয়ে ঈশ্বর গ্রহের কোন অন্য মানুষ 

শুধু অপেক্ষায়। 

যেখানে মাধ্যকর্ষণ মনে হয় পরিচয়হীন

আরো পরিচয়হীন আদমের ঠোঁটে বিষ ফল । 

.

অন্ধকার সীমানায় আঁচড় দিয়ে দাগ টেনে যায় 

কালপুরুষ। 

আকাশের সেতুটা দোলে 

নেমে আসতে থাকে আমাদের চোখে নক্ষত্র ফুল। 

কেউ তাকে তারাখসা বলে

কিন্তু তুই মুচকি হেসে আরেকটু গভীরে আসিস আমার। 

1 comment:

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...