Sunday, August 26, 2018

কে তুমি

কে তুমি
..... ঋষি
................................................................................
বেঁচে উঠে মরে যাওয়া
জীবন দুস্তর আবিষ্কার ভূমিকম্পের রিখটার স্কেল।
তোমার সাথে কথোপকথন
আজকাল একটা রীতি নিয়মিত আলাপন।
ভালো লাগে ,অথচ
নিজের কাছে  বোঝার প্রচেষ্টা কে তুমি ?
.
কে তুমি এমন তুমি
হৃদয় নির্ভর বেঁচে থাকা মুসাফিরের পাথেয়।
বহুবার প্রশ্ন করেছে এই জংলী হৃদয় নিজের কাছে
কেন ?
উত্তর শুধু ভালো থাকা ,একটু বাঁচা।
আজকাল ভালো লাগে একলা বৃষ্টিতে দাঁড়াতে
দাঁড়াতে নিজের কাছে নির্ভরশীল আয়নায়।
আজকাল পরশুর বেঁচে থাকা
আগাম একটা খেয়ালিপনা জন্মনির্ভর।
কে তুমি
যেখানে মিশে থাকা ঘাম সময়ের দরজায়
আলাদা একটা ভালো লাগা রেখে যায়।
.
বেঁচে উঠে মরে  যাওয়া
প্রলয়ের উঠোনে নীলকণ্ঠ যেন আকাশের প্রেম।
তোমার সাথে কথোপকথন 
অদ্ভুত ভাবনার দেওয়ালে সাতরঙা রামধনু।
ভালো থেকো ,ভালো আছি
যতক্ষণ এই ধুকপুকে লেগে থাকা তোমার গন্ধ। 

No comments:

Post a Comment

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...