Tuesday, August 21, 2018

বিবর্তন

বিবর্তন
,,,,,,,,ঋষি
..............................................................
আবর্তন নিমজ্জিত ঘড়ির কাঁটা
সময়, সে যে অভিশাপ মানুষের।
কখন যেন যৌবন পড়ে থাকে মনের কোনে বৃদ্ধাশ্রমে
লুকোনো অভিসারে জীবনের অক্ষতা তখন একলা।
আচ্ছা আমরা কি যযাতির আগামি
নাকি আগামির অধিকারে পান্ডবের শেষ যাত্রায়।
,
নিরবিধি শব্দটা
মানুষের মনের উঠোনে বাড়তে থাকা ইচ্ছাগাছ।
অহল্যার চিৎকারে পাষানে জীবন
চিচিংফাঁক।
পাথর ঘষে আগুন জ্বালা  মনে
আদিমতা সাক্ষী পৃথিবী সে যে শুধু সময়ের।
আমরা শুধু ফুরিয়ে যাওয়া অধ্যায় ক্রমশ
শুকনো পাতায় দিনলিপি দাবানল।
স্লেট ছেড়ে কখন যেন মানুষ ছুটছে ঘড়ির কাঁটায়
আর বাঁচা সে শুধু সময়ের সাক্ষী।
,
আবর্তন আর বিবর্তন
ঘড়ির ঘন্টা আর মিনিটের কাঁটা যেন।
ফেলে আসা ছেলেবেলা,পাকতে থাকা মাথার চুল সাক্ষী
একলা সময়,একলা পৃথিবী আর আরও একলা মানুষের।
আচ্ছা আমরা কি শুধু দূরবীন থেকে ফেরা সময়
নাকি দূরবীনে দেখা সময়ের আকাশ।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...