বিবর্তন
,,,,,,,,ঋষি
..............................................................
আবর্তন নিমজ্জিত ঘড়ির কাঁটা
সময়, সে যে অভিশাপ মানুষের।
কখন যেন যৌবন পড়ে থাকে মনের কোনে বৃদ্ধাশ্রমে
লুকোনো অভিসারে জীবনের অক্ষমতা তখন একলা।
আচ্ছা আমরা কি যযাতির আগামি
নাকি আগামির অধিকারে পান্ডবের শেষ যাত্রায়।
,
নিরবিধি শব্দটা
মানুষের মনের উঠোনে বাড়তে থাকা ইচ্ছাগাছ।
অহল্যার চিৎকারে পাষানে জীবন
চিচিংফাঁক।
পাথর ঘষে আগুন জ্বালা মনে
আদিমতা সাক্ষী পৃথিবী সে যে শুধু সময়ের।
আমরা শুধু ফুরিয়ে যাওয়া অধ্যায় ক্রমশ
শুকনো পাতায় দিনলিপি দাবানল।
স্লেট ছেড়ে কখন যেন মানুষ ছুটছে ঘড়ির কাঁটায়
আর বাঁচা সে শুধু সময়ের সাক্ষী।
,
আবর্তন আর বিবর্তন
ঘড়ির ঘন্টা আর মিনিটের কাঁটা যেন।
ফেলে আসা ছেলেবেলা,পাকতে থাকা মাথার চুল সাক্ষী
একলা সময়,একলা পৃথিবী আর আরও একলা মানুষের।
আচ্ছা আমরা কি শুধু দূরবীন থেকে ফেরা সময়
নাকি দূরবীনে দেখা সময়ের আকাশ।
Tuesday, August 21, 2018
বিবর্তন
Subscribe to:
Post Comments (Atom)
তোমাকে চাই
তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
No comments:
Post a Comment