Thursday, March 3, 2016

রোজকার হাসি

রোজকার হাসি
.................. ঋষি
===================================================
আশ্রয়হীন উপলক্ষ্য
ঝাঁ চকচকে ফ্লাই ওভারের নিচে হাসতে থাকা মানুষ।
নিজস্ব শব্দের সাথে মিল না পাওয়া দেশের
অবাঞ্চিত সন্তানদের
এক মুঠো খিদে
আর কপাল খোলা আকাশের নিস্তব্ধতা।

সকালের রৌদ্র
স্বপ্নের ভিতর উড়ে যাওয়া পাখি।
ফ্যাল ফ্যাল করে তাকানো পাগলিটা সময়ের পেট ফোলা বেলুন
আকাশে উড়ছে।
নেমে আসছে নিচে
নোংরা হাতেতে  কামড়ে ধরছে খিদে ,,,খুব.
আশ্রয়হীনতা নাগরিকত্বে
এদেরও বাড়ছে স্বপ্ন ,,প্রেম ,,বাড়ন্ত সংসার।
বেঁচা কেনা মৃত্যু রোজকার
তবু রোজগার
মানুষ আর মানুষ ,,স্পন্দন ,,উপস্থিতি।

গিটারের স্কেলে বাড়তে থাকা হা হুতাশ
স্রষ্টা দেখছে ,,সৃষ্টিরা ব্যাকুল ,,,,সমস্ত অবয়বে কালচিত্র।
আর মানচিত্রের শুকনো বুকে হাঁড়ে বেঁধা সন্তান
পপুলার খুব।
এই সভ্যতায় মানুষ বিকোয় খিদের নামে
অথচ মনুষত্ব মাথা খোঁড়ে বাঁচার নামে।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...