Monday, March 21, 2016

তুমি বলো

তুমি বলো
................ ঋষি
==========================================
ইনবক্সে ভালোবাসা পাঠালে
বলো তো  ভালোবাসা ঠিক কোথায় ,কোন রাস্তায় দাঁড়ায়।
যে গভীরে আমি চলন্তিকাকে রেখেছি
সেখান থেকে বলো তো ভালোবাসা তোমাকে এমন মানায়।
ভালোবাসা মাংসের ভিড়ে লুকিয়ে যাওয়া মর্ডানিজম
এমন করে কি সত্যি ভালোবাসা যায়।

কথায় কথায় আজকাল ভালোবাসা শুনি
কিন্তু চলন্তিকা তোমার শরীর ছুঁয়ে আমার কলমে আকাশ লেখা যায়।
 সত্যি কি ভালোবাসা ছোঁয়া যায় ?
আমার জমানো মেঘের আড়ালে ঠোঁট ছুঁয়ে যে তৃপ্তি
সেটা কি শুধু শরীর।
তুমি বলো চলন্তিকা
সে স্পর্শে কোনো যন্ত্রণা নেই বেঁচে থাকা।
তবে কেন চলন্তিকা ?
ভালোবাসি শুধু মুখে বলা যায়
স্পর্শে নয় ?

ইনবক্সে ভালোবাসা পাঠালে
অনিয়মে বেড়ে ওঠা চারা গাছ সে তো অনিয়মি হয়।
তোমার অক্ষরের পাশে আমি দূরত্ব প্রতিদিন মুছি
তবু জানো  বেড়ে যায়।
ভালোবাসা কি সোহাগী নদী নোনতা জলে
শুধু ভিজিয়ে যায়। 

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...