Saturday, April 1, 2017

আর একবার

আর একবার
........... ঋষি
==============================================
দুজনে কখন কাছাকাছি আসে  ,কিংবা আসতে চায় ?
প্রশ্ন করেছিল চলন্তিকা আমাকে।
উত্তর খুঁজেছি ,কিন্তু ঠিক বুঝি নি
এই মহানাগরিক ভূমিকায় দুটো মানুষ একসাথে কি চায়।
বেঁচে থাকার কিনারায় একটা আস্ত নদী
শুধু জীবন আর আমি একসাথে নদীর জল।

নদী বইছে
যেন জীবন কোনো তিরতির বয়ে চলা কাব্য।
নিশ্চিন্ত ,নিদ্রাহীন একটা স্পর্শের গভীরতা ছুঁয়ে
বারংবার মিশতে চাইছে ,মিশে যেতে চাইছে কোনো আকুলতায়।
অথচ মোহনা একটাই
বারংবার কাটাকুটি অজস্র শিরা ,উপশিরা ,নিয়মিত যাপন।
হাজারো মুখ ,হাজারো কাব্য ,হাজারো অধিকার
কিন্তু মোহনা একটা
আর একবার।

দুজনে কখন মিশে যেতে চায় কিংবা একসাথে বাঁচতে
চলন্তিকার প্রশ্নে চমকে উঠেছিলাম সেদিন।
পথ চলতি একটা ট্যাক্সিতে লুকোনো কাঁচের আড়ালে চলন্তিকার চোখ
কোনো কাজল লাগানো অনন্ত সমুদ্র।
আমি বলেছিলাম মিশে যেতে চায় প্রতিদিন ,বারংবার ও চোখে
কিন্তু সময় ,সে কি কখনো আমাদের কোনোদিন ?

No comments:

Post a Comment

বৃষ্টি ভেজা শহর

এ শহরে বৃষ্টি এলেই তুমি আসো সাথে নিয়ে আসো তোমার স্পর্শদের বৃষ্টির স্পর্শে থেকে যায় পুঞ্জমেঘ আর আধখাওয়া জীবন। আমি অকারণে ভিজতে ভালোবাসি বরাবর...