Sunday, June 3, 2018

আস্কারা

আস্কারা
,,,,,,,,ঋষি
...................................................
শেষ লিখতে পারি নি
না দুঃখ নয় বরং বলা যায় বাঁচার লোভ।
,
শত সহস্র বছরের পাপ
কি সহজ বলা আমি ভালো নেই,
অথচ ভালো থাকার বৈদুয্যমণি তুমি জানো।
,
অন্তরের বিষ,মস্তিষ্কে রাখা বারুদ, জমানো শোক
সব মিলিয়ে আগুন জ্বালা যেত।
কিংবা লিখে ফেলা যেত কোন সময়ের কবিতা
অথচ আমি কবিতায় প্রেম লিখছি।
,
জানি আরও নিটল হবে গভীরতা
বিছানার কোঁকড়ানো চাদরে লেগে যাবে স্বপ্নের রেত,
মুষ্টিমেয় শব্দরা আরও দুশ্চরিত্র,লম্পট তোমার আস্কারাতে।
,
শেষ লিখতে পারি নি
না কষ্ট নয়, নেহাত তুমি আছো কাছে।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...