Sunday, June 3, 2018

আস্কারা

আস্কারা
,,,,,,,,ঋষি
...................................................
শেষ লিখতে পারি নি
না দুঃখ নয় বরং বলা যায় বাঁচার লোভ।
,
শত সহস্র বছরের পাপ
কি সহজ বলা আমি ভালো নেই,
অথচ ভালো থাকার বৈদুয্যমণি তুমি জানো।
,
অন্তরের বিষ,মস্তিষ্কে রাখা বারুদ, জমানো শোক
সব মিলিয়ে আগুন জ্বালা যেত।
কিংবা লিখে ফেলা যেত কোন সময়ের কবিতা
অথচ আমি কবিতায় প্রেম লিখছি।
,
জানি আরও নিটল হবে গভীরতা
বিছানার কোঁকড়ানো চাদরে লেগে যাবে স্বপ্নের রেত,
মুষ্টিমেয় শব্দরা আরও দুশ্চরিত্র,লম্পট তোমার আস্কারাতে।
,
শেষ লিখতে পারি নি
না কষ্ট নয়, নেহাত তুমি আছো কাছে।

No comments:

Post a Comment

অগোছালো কবিতা

কেউ পাখি হয়ে গেছে কেউ আকাশের নিচে পৃথিবীতে খুঁজে নিচ্ছে ল অফ এট্রাক্সন অথচ এই শহরের খাঁচায় বন্দি ভাবনা  তোমার ব্লাউজের ক্লিভেজে আটকে আছে, স...