Wednesday, April 12, 2023

গাছদের কাছ থেকে শেখা



গাছেদের কাছ থেকে শেখা 

..... ঋষি 


ইদানিং আমার কবিতাগুলো নীরবতা পছন্দ 

কবে যেন তারা শিখে নিয়েছে গাছেদের কাছ থেকে গোপন সুখ ,

নদীর কাছ থেকে স্বাচ্ছন্দ 

সময়ের কাছ দিয়ে অপমান ,

নিজের নিকট আত্নীয়দের কাছ থেকে কারণ

আর ভালোবাসার কাছ থেকে অপেক্ষা। 

.

সময়  রীতি  শেখায় অন্ধকারকে 

বিদ্রোহ চুপ করে দমবন্ধ হয়ে মরে  যায় সময়ের আলিঙ্গনে ,

গাছদের শব্দ কোষ থেকে ঝরে পরে নিরিবিলি উৎকণ্ঠা। 

আমি  রেশমী সুতো নামাই হৃদয়ের গভীরে 

রহস্য শব্দ জালে হঠাৎ জড়ায় পৃথিবী,

শুধু তুমি চোখ মেলো ,তুমি চোখ মেলো  

শুধু জানি তুমি দাঁড়িয়ে । 

.

ইদানিং আমার কবিতাগুলো কেমন যেন জড়সড় 

কেমন যেন কবিতার কষ্টগুলো সময় থেকে প্রখর রৌদ্রে ভেজা উদাসীন,

সেখানে বাঁশি বাজে না 

সেখানে লিয়েন্ডারথাল কোনো মানুষ আবিষ্কার খোঁজে না, 

শুধু ঘামে ভিজে যায় সাময়িক মুহূর্ত 

শুধু গাছেদের ঝরা পাতা,ঝরে পড়া পাপড়ি জানে আদিম আদর ।

আমরা সকলেই কমবেশি নিজেদের কাছে প্রশ্নচিন্হ 

আমরা সকলেই আসলে আদম কিংবা ইভের মতো একাকিত্ব 

সার্বিক ঘোষণায় উঠে আসে সংসার ,সন্তান ,

আসলে সকলে সবুজ গাছ দেখে 

গাছের পায়ের মাটিটুকুর খবর রাখে খুব কম ,

খুব কম আছে যারা দাঁড়িয়ে থাকে ভোরের অপেক্ষায়। 

 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...