Wednesday, April 5, 2023

আঁধি ঝড়

 আঁধি ঝড়

... ঋষি 

আমরা  কারোর আকাশ হতে পারি না  

আমরা  কারোরই প্রাণে বাতাস হতে পারি না  

সকলে আমরা নিশ্বাস হতে চাই 

পারি না ,

শুধু এক অসময়ের  আঁধি ঝড় হয়ে সকলে বয়ে যায়  

আমার চলন্তিকা বলে ধুলো ঝড়। 

.

কেন কতগুলো অনুভূতি আজকাল আমার কবিতা হয়ে যায় 

কেন আকাশের পাখি গাছের কোটরে বাসা বাঁধে 

কেন সমস্ত সমুদ্রের জল ডাঙাতে উঠে আসে না 

কেন চোখের জলে ইদানিং আর বাঁধ বাঁধে না 

কেনই এই সময় কেউ কাউকে বুঝতে চায় না 

কেন ? কেন ? কেন ?

উত্তর আছে কিন্তু সৎ সাহস নেই 

বিশ্বাস আছে কিন্তু ভালোবাসায় নেই। 

.

সেদিন মাঝ রাতে ঘুম ভেঙে দেখি চলন্তিকা হাসছে 

সেদিন দাঁত মাজতে মাজতে দেখি আমার আর দাঁতটাই নেই 

সেদিন রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল হয় 

রাস্তাটা আমার না 

শুধু এই রাস্তায় রিপেয়ারিংয়ের কাজ চলছে ,

সময় ভুল বুঝছে। 

খামচে আসা শব্দগুলো গলার কাছে আটকে 

আসলে মানুষের পৃথিবীতে সত্যি বলা মানা 

আসলে মুখোশের পৃথিবীর মিথ্যেগুলো জানা 

তবুও নিয়ম করে উৎসব আছে 

কিন্তু কেউ কেউ আছে যাদের উৎসব মানে অপেক্ষা 

আর 

শ্মশানের স্তব্ধতা মানে পিনড্রপ শান্তি । 


No comments:

Post a Comment

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...